ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

পদত্যাগ করতে পারেন স্যাবেলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
পদত্যাগ করতে পারেন স্যাবেলা

ঢাকা: বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলে আর দায়িত্ব পালন করবেন না আলজান্দ্রো স্যাবেলা, এমনটি জানিয়েছেন তার এজেন্ট ইজেনিও লোপেজ।

২০১১ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন স্যাবেলা।

দায়িত্ব নেয়ার পর তিনি মেসিবাহিনীকে ২৪ বছর পর ফাইনালে তুলেন। ফাইনালে তার শিষ্যরা জার্মানির বিপক্ষে লড়বে।

লোপেজ বলেন, ‘শীর্ষে থেকে শেষ করা সবসময়ই ভাল। আমি বিশ্বাস করি, তিনি (স্যাবেলা) আর্জেন্টিনাকে অনেক কিছু এনে দিয়েছেন। এবার সময় এসেছে অন্য যোগ্য কারো কাছে দায়িত্ব তুলে দেওয়ার। ’


লোপেজ আরো বলেন, ‘তিনি চলে যাবেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক আর না হোক আর্জেন্টিনা যুগের সমাপ্তি ঘটতে চলেছে স্যাবেলার। ’

তবে অন্য একটি সূত্র মারফত জানা যায়, বিশ্বকাপ শেষে এমনিতেই স্যাবেলার মেয়াদ শেষ হয়ে যেতো। এ ব্যাপারে আর্জেন্টাইন এ কোচ কিছু বলেন নি। নিজের ভবিষ্যৎ সম্পর্কে তিনি চিন্তিত নন বলে জানান তিনি।

১৯৮৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলের এ সাবেক খেলোয়াড় বলেন, ‘আমার জন্য ভবিষ্যৎ মানে হল পরের ম্যাচ (ফাইনাল)। এখন আমার ভাবনায় শুধুই সেই ম্যাচটি। অন্য কিছু নিয়ে চিন্তা করা আমার জন্য অসম্মানের হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।