ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ফিফা’র ওয়েবসাইটে বাংলাদেশি ভক্তের পতাকা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
ফিফা’র ওয়েবসাইটে বাংলাদেশি ভক্তের পতাকা

ঢাকা: জার্মান ফুটবল দলের সমর্থনে সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের জার্মান পতাকা বানিয়ে সাড়া ফেলে দেওয়া বাংলাদেশি একনিষ্ঠ সমর্থক আমজাদ হোসেনের (৬৫) পতাকা স্থান করে নিয়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফা’র ওয়েবসাইটে।

ফিফা’র ওয়েবসাইটের লেটেস্ট ফটো’স ক্যাটাগরিতে স্থান পাওয়া ১৫টি ছবির মধ্যে আমজাদ হোসেনের ছবিটি রয়েছে তিন নম্বর স্থানে।



এর আগে আমজাদ হোসেনের এ সমর্থনে মুগ্ধ হয়ে তাকে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যানক্লাবের আজীবন সদস্যপদ দেওয়ার কথা জানায় জার্মান দূতাবাস।

জানা যায়, পেশায় কৃষক আমজাদ মাগুরা জেলার বাসিন্দা। এবারের বিশ্বকাপে জার্মান ফুটবল দলের সমর্থনে তিনি নিজের জমির একটি অংশ বিক্রি করে এই পতাকা তৈরি করেন।

জার্মান দলের প্রতি এমন ভালবাসায় মুগ্ধ হয়ে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ফেরডিন্যান্ড ভ্য ওয়েহি তাকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা,  জুলাই ১৩, ২০১৪

** জার্মান ফুটবল দলের বাংলাদেশি সমর্থককে পুরস্কৃত করছে দূতাবাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।