ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবসরে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
অবসরে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড

বিশ্বকাপের পর্দা নামার আগে রোববার আর্ন্তজাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিরিয়ান স্ট্রাইকার ফ্রেড।

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি ব্রাজিলের।

সেমিতে জার্মানির কাছে লজ্জাজনক হার এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদার‌ল্যান্ডের কাছেও ৩-০তে হার। সব মিলয়ে খুবই হতাশাজনক অবস্থায় ব্রাজিল দল।

আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম স্কাই স্পোটর্স জানায়, রোববার এক সংবাদ সম্মেলনে ফ্রেড তার অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, আমার জন্য স্যালেকাও মিশন শেষ।

এ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে মাত্র একটি গোল করেছেন ফ্রেড। ওই ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে জয় পেয়েছিলো। নেইমার ইনজুরিতে পড়ার পর ফ্রেড দলকে সামনে দিকে এগিয়ে নিতে ব্যর্থ হন। আক্রমণ ভাগে নিজেকে মেলে ধরতে না পারায় তৃতীয় স্থান নির্ধারণীতে তার পরিবর্তে জো কে নামানো হয়।  

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।