ঢাকা: সিদ্ধান্তহীনতায় ভুগছেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ইসেকো। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস তার ভীষণ পছন্দ কিন্তু বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের মায়াও ছাড়তে পারছেন না।
শনিবার (১৬ এপ্রিল) টুটোমারকাটো ওয়েব’কে এক সাক্ষাতকারে তিনি আরও বলেন, ‘ ইসকো’কে দলে পেতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে জুভেন্টাস। ক্লাবটিও ওর দারুণ পছন্দ। তবে রিয়ালেও ও নিজের জায়গা সসুংহত করতে এক রকম উঠে পড়ে লেগেছে। তবে এই মুহূর্তে ও অগ্রাধীকার দিচ্ছে রিয়ালকেই। ’
‘যদিও জুভেন্টাস ইসকো’কে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে তবে আনুষ্ঠানিকভাবে ক্লাবটির পক্ষ থেকে কোন প্রস্তাব নেই বলেও হয়তো রিয়ালকে অগ্রাধীকার দিচ্ছে এবং ভবিষ্যতেও গ্যালাকটিকোদের হয়েই ও খেলবে ’ যোগ করেন ইসকোর বাবা।
এদিকে ইসকোর এজেন্ট সুত্র জানিয়েছে, সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের অবস্থান সুদৃঢ় করাই আপাতত ইসকোর অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এইচএল/এমএমএস