ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতাবর্তনের রিয়ালের সামনে দুর্বল গেটাফে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
প্রতাবর্তনের রিয়ালের সামনে দুর্বল গেটাফে সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষ দিকে এসে সাফল্য দু’হাত ভরে পাচ্ছে রিয়াল মাদ্রিদ। এতে অবশ্য দুর্দান্ত ভূমিকা রাখছেন কোচ জিনেদিন জিদান।

বিশেষজ্ঞদের মতে এই ফ্রেঞ্চ গ্রেটের হাত ধরেই খাদের কিনারা থেকে উঠে এসেছে রিয়াল। ঘরোয়া লিগ বা ইউরোয়পিয়ান লিগ সবখানেই নিজেদের পুরোনো রুপে ফিরে পেয়েছে গ্যালাকটিকোরা।

রিয়ালের এমন চেনা রুপে লিগের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দলটি পাচ্ছে গেটাফেকে। যারা কিনা রেলিগেশনের খরাতে রয়েছেই, পাশাপাশি লিগ টেবিলে রয়েছে সবচেয়ে তলানিতে (২০)। কোলিসিয়াম আলফোনসো পেরেজে বাংলাদেশ সময় রাত আটটায় আতিথিয়েতা নিতে যাবে রিয়াল।

এ ম্যাচটি মাদ্রিদ ডার্বিও। তবে গেটাফে রিয়ালের বিপক্ষে শেষ ১৪ ম্যাচের ১৩টিতেই হেরেছে। তাই ম্যাচটি একপেশেই হতে পারে।

এদিকে রিয়াল নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাকি ম্যাচটি হেরেছে। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে কোন জয়ের দেখা পায়নি গেটাফে। তিন হারের বিপরীতে দুটি ম্যাচ ড্র করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।