ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

লিভারপুলে ফিরতে চান না বালোতেল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, এপ্রিল ১৮, ২০১৬
লিভারপুলে ফিরতে চান না বালোতেল্লি সংগৃহীত

ঢাকা: লিভারপুলে ফেরার ব্যাপারে কোন রকম ইচ্ছা নেই মারিও বালোতেল্লির। এসি মিলানে ধারে খেলতে আসা বালোতেল্লির মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে।

তবে ইংলিশ জায়ান্ট ক্লাবটিতে আর না খেলার ব্যাপারেই জানিয়েছেন ইতালির স্ট্রাইকার।

বালোতেল্লি ২০১৪ সালের আগস্টে মিলান ছেড়ে লিভারপুলে পাড়ি জমান। তবে অ্যানফিল্ডে নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন ‘ব্যড বয়‘ খ্যাত এ তারকা। পরে ইংলিশ ক্লাবটি এক মৌসুমের জন্য তাকে মিলানে ধারে পাঠায়।

২০১৫-১৬ মৌসুমে অল রেডসদের দলে বালোতেল্লির আবারও ফেরার সময় হয়েছে। তবে তিনি জানান প্রিমিয়ার লিগে তিনি ফিরতে চান না।

২৫ বছর বয়সী বালোতেল্লি বলেন, ‘আমি মিলানেই থাকতে চাই। সেই সঙ্গে বলতে চাই, লিভারপুলে ফেরার ব্যাপারে আমার কোন আগ্রহ নেই। আমি সেখানে কখনওই ভালো ছিলাম না। ’

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬

এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।