ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এক ম্যাচ হাতে রেখেই সেমিতে জামাল

ঢাকা: চলমান স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটে জামাল।

এ ম্যাচে জয়ের ফলে টানা চার ম্যাচ জিতলো হলুদ শিবির।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত করে।

ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধার রক্ষণে হামলে পড়ে জামালের বিদেশি তারকারা। প্রথমার্ধেই তিন গোল তুলে নিয়ে সেমিতে এক পা দিয়ে রাখে তারা। ১৩তম মিনিটের মাথায় হাইতির ফরোয়ার্ড ওয়েডসেন আনসেলমের বাড়ানো বল থেকে গোল করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ডারলিংটন।

৪৪তম মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে জামাল। দুর্দান্ত খেলা ওয়েডসেনের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন গাম্বিয়ার ফরোয়ার্ড ল্যান্ডিং।

প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়েডসেন দলের তৃতীয় গোলটি করেন। ফলে, ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জামাল।

বিরতির পর পেনাল্টি লাভ করে মুক্তিযোদ্ধা। জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল মুক্তির খেলোয়াড় তৌহিদুল আলমকে ফাউল করলে গোলের সুযোগ তৈরি করে। তা থেকে ব্যবধান কমান মিডফিল্ডার মোবারক হোসেন ভূইয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা পায়নি। ফলে, ৩-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে জামাল।

টানা চার জয়ে এক ম্যাচ হাতে রেখে জামালের সংগ্রহ ১২ পয়েন্ট। ফলে, সেমিতে জামাল উঠলেও নিজেদের পাঁচটি ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে সেরা চারের দৌড়ে টিকে রয়েছে মুক্তিযোদ্ধা। তবে, এক্ষেত্রে এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচের উপর তাদের নির্ভর করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।