ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ফুটবল

নিজ কোচের বিপক্ষে মাঠে নামছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, জুন ১৩, ২০১৬
নিজ কোচের বিপক্ষে মাঠে নামছেন হ্যাজার্ড ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি ইউরো চ্যাম্পিয়নসশিপ আসরে ফেভারিটের তালিকায় ওপরের দিকেই রয়েছে বেলজিয়ামের নাম। তবে গ্রুপ ‘ই’তে তারকা সমৃদ্ধ এ দলটিকে প্রথম ম্যাচেই লড়তে হবে আরেক ফেভারিট ইতালির বিপক্ষে।

সোমবার (১৩ জুন) মধ্যরাতে লিঁওতে মুখোমুখি হবে দু’দল।

 

বেলজিয়ামের হয়ে এ ম্যাচে খেলছেন মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। আর ইংলিশ ক্লাব চেলসির এ তারকা রাতে মাঠে নামবেন তার ভবিষ্যত কোচ অ্যান্তোনিও কোন্তের বিপক্ষে। কোন্তে বর্তমানে ইতালির কোচ থাকলেও ইউরো শেষেই তিনি চেলসিতে যোগ দিচ্ছেন।

হবু কোচের বিপক্ষে খেলা প্রসঙ্গে হ্যাজার্ড বলেন, ‘আমার ভবিষ্যত কোচের বিপক্ষে খেলবো ভেবে দারুণ লাগছে। আশা করি এ ম্যাচে আমি কোচের সামনে নিজের সেরাটা খেলতে পারবো। আর আগামী মৌসুমে তিনি আমার ওপর আস্থা রাখতে পারবেন। ’

তরুণ এ তারকা আরও বলেন, ‘এ ম্যাচে আমি ছাড়াও গোলরক্ষক থাইবাউট কোরতোইস (চেলসি ও বেলজিয়াম) খেলছে। আমি বিশ্বাস করি কোচ কোন্তে আমাদের ওপর নজর রাখবেন। তবে আমরা আমাদের জয়ের দিকেই বিশেষ নজর দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৩ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।