ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জিদানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে পায়েত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জিদানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে পায়েত ছবি: সংগৃহীত

ঢাকা: এ মুহূর্তে ২০১৬ ইউরোর সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে ফ্রান্সের দিমিত্রি পায়েত। দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টের অন্যতম তারকা খেলোয়াড় বনে গেছেন ২৯ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার।

তার সামনে এখন স্বদেশী কিংবদন্তি জিনেদিন জিদানের রেকর্ড ভাঙার হাতছানি।

ইতোমধ্যেই গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। দুই ম্যাচেই গোল করে দলের জয়ে বিশেষ অবধান রাখেন পায়েত। রোমানিয়ার বিপক্ষে (২-১) উদ্বোধনী ম্যাচে ৮৯ মিনিটের মাথায় জয়সূচক গোল করেন।  

আলবেনিয়ার বিপক্ষেও (২-০) দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ওয়েস্ট হাম তারকা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অ্যান্তোনি গ্রিজম্যানের গোলের পর ইনজুরি সময়ের শেষ মুহূর্তে পগবা-মাতুইদিদের সঙ্গে জয়োল্লাসে মাতেন পায়েত।

এ দুই ম্যাচে সতীর্থদের দিয়ে ১৪টি গোলের পথ তৈরি করেন পায়েত। যেখানে পর্তুগালে অনুষ্ঠিত ২০০৪ আসরে ১৫টি সুযোগ দাঁড় করেছিলেন জিনেদিন জিদান। সেবার অবশ্য চ্যাম্পিয়ন গ্রিসের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন জিদান-থিয়েরি অঁরিরা।

তাই বলা যায়, আর মাত্র দু’টি গোলের সম্ভাবনার নেপথ্য কারিগর হলেই জিদানকে ছাড়িয়ে যাবেন পায়েত। সেটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না! রোববার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।