ঢাকা: ‘১১ মিনিটে আরামবাগের জালে বল জড়িয়েই আবাহনী দমে গেছে। বিষয়টি কোচ হিসেবে আমি ততটা ভালো ভাবে দেখছি না।
সোমবার (২৭ জুন) ২৮ তম ফেডারেশন কাপের ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটি বলেন আকাশী-নীল জার্সিধারীদের এই কোচ।
তবে গোল ব্যবধান ১-০ হলেও এই ম্যাচে আরামবাগের চাইতে তার শিষ্যরাই বেশি উজ্জ্বল ছিল বলে দাবী করেন কোটান।
যথার্থই বলেছেন কোটান কেননা প্রথমার্ধের শুরু থেকে আবহনী আক্রমণাত্মক খেলা খেলেছে। আর এদিন বল পায়ে রাখার প্রতিযোগিতায় আবাহনী যে নৈপুন্য দেখিয়েছে তাতে কোচ হিসেবে তিনি এই দাবী করতেই পারেন।
শুধু প্রথমার্ধেই কেন? দ্বিতীয়ার্ধেও কী দলটি কম আক্রমণ করেছে?
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আরামবাগের পেনাল্টি সীমানার ভেতরের জটলা থেকে দারুণ এক ক্রস তুলে ছিলেন নাবিব নেওয়াজ জীবন। আর সেই ক্রস থেকে মাথার জোড়ালো ছোঁয়ায় সানডে সিজুবা জালে বল ঠেলতে চাইলে বাঁধার দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক মিতুল। ফলে নিশ্চিত গোল বঞ্চিত হয় আবাহনী।
তাই শিষ্যদের প্রশংসায় ভাষাতে এতটুকু কার্পণ্য করলেন না কোচ ‘আরামবাগের তুলনায় আবাহনীই আজ ভাল খেলেছে। পুরো ম্যাচে প্রায় ৬০ ভাগ বলই আবাহনীর দখলে ছিল। ’
এদিকে ফেডারেশন কাপেরে এই ধারাবাহিকতা আসছে জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও অব্যাহত থাকবে বলে আভাষ দিলেন ঢাকা আবাহনী বস জর্জ কোটান।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এইচএল/এমএমএস