ঢাকা: ভারতে অনুষ্ঠেয় প্রিমিয়ার ফুটসাল দিয়ে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রায়ান গিগস ও হার্নান ক্রেসপোর মতো সাবেক তারকারা। উদ্বোধনী আসরের অন্যতম আকর্ষণ ব্রাজিলিয়ান আইকন রোনালদিনহো।
আগামী ১৫ জুলাই শুরু হয়ে ২৪ জুলাই ছয় দলের ফাইভ-এ-সাইড টুর্নামেন্টটির পর্দা নামবে। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। সঙ্গে আছেন এই ইভেন্টের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা পর্তুগিজ গ্রেট লুইস ফিগো।
ইতোমধ্যেই গিগসের সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ পল স্কোলস, সাবেক স্প্যানিশ রাইট ব্যাক মাইকেল সালগাদো, ব্রাজিলিয়ান ফুটসাল কিংবদন্তি ফ্যালকাওয়ের নাম ঘোষণা করেছে আয়োজকরা।
ফ্লুমিনেন্স ছাড়ার পর গত বছরের সেপ্টেম্বর থেকে ক্লাবহীন সময় কাটাচ্ছেন রোনালদিনহো। এর আগে প্রচারণামূলক কাজের সুবাদে দু’বার ভারতে এসেছিলেন ২০০২ বিশ্বকাপ জয়ী। এবার আসছেন ফুটসাল মাতাতে।
আর্জেন্টাইন তারকা হার্নান ক্রেসপো, যিনি খেলোয়াড়ী জীবনে চেলসি ও দুই মিলান জায়ান্টের হয়ে খেলেছিলেন। পারমার জার্সি গায়ে ২০১২ সালে তিনি ফুটবল থেকে অবসর নেন। এবার আবারো মাঠে দেখা যাবে ৪১ বছর বয়সী সাবেক স্ট্রাইকারকে।
বেঙ্গালুরুতে পল স্কোলস, চেন্নাইয়ের হয়ে ফ্যালকাও, গোয়া টিমে রোনালদিনহো, কোচিতে মাইকেল সালগাদো, কলকাতায় ক্রেসপো ও মুম্বাইয়ের জার্সি গায়ে ফুটসাল মাতানোর অপেক্ষা রায়ান গিগস।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম