ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমার মধ্যে কিছু দোষ-ত্রুটি আছে: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আমার মধ্যে কিছু দোষ-ত্রুটি আছে: নেইমার

ঢাকা: আগামী মাসে রিও অলিম্পিকের পর্দা উঠবে। ঘরের মাটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বহুল কাঙ্ক্ষিত গোল্ড জয়ের চ্যালেঞ্জ।

সন্দেহাতীত ভাবেই নেইমারের ওপর ব্রাজিলের ভাগ্য নির্ভর করছে!

আসন্ন অলিম্পিকে নিজেদের মাটিতেই ব্রাজিলকে খালি হাতে বসে থাকতে হবে বলে জানান দেশটির সাবেক স্ট্রাইকার জিওভানে এলবার। তার মতে, ফুটবলারদের মাঝে জয়ের কোনো উদ্দীপনা না থাকায় অলিম্পিকের আসরে এবারো ব্রাজিলকে স্বর্ণজয়ের আক্ষেপ নিয়ে কাটাতে হবে। এর আগে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো বলেছিলেন, ‘বর্তমান দলটি দুর্ভাগা। সেলেকাওদের বর্তমান প্রজন্মের ক্ষুরধার ভাবটা থাকছে না। ’

এত সমালোচনার পরও কিন্তু ব্রাজিল দলপতি নেইমার নিজের জায়গায় ঠিক। জানিয়েছেন, ‘এবার ইতিহাস গড়েই আমরা স্বর্ণ পদক জিতবো। ’ তবে, নেইমারের মাঠের বাইরের চলাফেরা নিয়েই সম্প্রতি আপত্তি তুলছেন অনেক ফুটবল বোদ্ধা। তাদের মতে, মাঠে যতটা সিরিয়াস দেখা যায় নেইমারকে, মাঠের বাইরে ঠিক ততটাই যেন ‘পার্টি বয়’ মেজাজে থাকেন তিনি। যা একেবারেই একটি দেশের অধিনায়কের সঙ্গে মানায় না।

তবে, এই জীবনযাপন পরিবর্তন করবেন না বলেই জানিয়ে দিয়েছেন ব্রাজিল দলপতি নেইমার। তিনি জানান, ‘আমার বয়স ২৪ বছর...। আমার মধ্যে কিছু দোষ-ত্রুটি রয়েছে। আমি একেবারেই নিখুঁত নই। ঘরের বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করতে আমার ভালো লাগে। তাহলে, আমি কেন বাইরে গিয়ে পার্টি করব না? আমি তো এর মধ্যে কোনো দোষ দেখছি না। ’

বার্সেলোনার এই তারকা আরও জানান, ‘আমি সত্যিই এর মধ্যে কোনো দোষ দেখছি না। এটা আমার ব্যক্তিগত জীবন। তবে, আমি মাঠে নিজের সবটুকুই ঢেলে দেই। আপনি যদি ২৪ বছরের একজন হতেন, তাহলে আপনিও কি এই পথই বেছে নিতেন না? আপনাদেরকেই (সংবাদকর্মীদের) জিজ্ঞেস করছি। ’

অলিম্পিকে খেলবেন বলে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলেননি নেইমার। দৃঢ় কণ্ঠে জানালেন, অলিম্পিকের জন্য আমি অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করেছি। মাঠ ও মাঠের বাইরে যে কোনো ভূমিকায় আমি দলের হয়ে অবদান রাখতে চাই। আমরা একটি দল হিসেবেই খেলতে চাই। এটা শিরোপা জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিয়েই খেলবো আমরা।

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকার শিরোপাও আটবার ঘরে তুলেছে। শুধু তাদের শোকেসে নেই অলিম্পিকের শিরোপা। অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ এবার জয় করতে চান নেইমার। স্বাগতিক ব্রাজিল এবার কি পারবে অলিম্পিকের আসরে অধরা স্বর্ণ জিতে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে? যা পারেননি রোমারিও, কাকা, রোনালদো, রোনালদিনহোরা। আর তাদের এই মিশনে নেতৃত্ব দেবেন বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ‘পার্টি বয়’ নেইমার।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।