ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের চলমান আসরে ভাগ্যের সহায়তায় জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। জার্মান ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে পেনাল্টি শুটআউটে জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা।
চীনের শেনঝেন ইউনিভার্স স্পোর্টস সেন্টারের এই ম্যাচে ম্যানসিটি পেনাল্টি শুটআউটে জয় পায় ৬-৫ গোলের ব্যবধানে।
ম্যানসিটির নতুন কোচ গার্দিওলা ম্যাচের শুরু থেকেই তার শিষ্যদের ৪-৪-২ ফরমেশনে খেলাতে থাকেন। শুরুর একাদশে মাঠে নামেন নিকোলাস অটামেন্ডি, কোলারভ, ফার্নান্দো, ফার্নান্দিনহো, ডেল্ফ, ইহেনাচোরা। তবে, মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আরও ছিলেন ইয়াইয়া তোরে, উইলফ্রেন্ড বনি, ডেভিড সিলভা, রাহিম স্টারলিংদের মতো তারকারা।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে সিটিকে লিড পাইয়ে দেন আর্জেন্টাইন আগুয়েরো। তবে, যোগ করা অতিরিক্ত সময়ে সমতায় ফেরে বরুশিয়া। জার্মানদের হয়ে গোলটি করেন আমেরিকার মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক। মাত্র ১৭ বছর বয়সে গোল করে এই উঠতি তারকা চীনের স্টেডিয়াম কাঁপিয়ে দেন।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৬-৫ ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশ ফেভারিট ম্যানসিটি।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি