ময়মনসিংহ: ভাগ্যদেবী যেন কিছুতেই মুখ তুলে চাইছেন না শেখ রাসেলের দিকে। ফলে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপরা।
ফেনীর হয়ে গোল দুটি করেছেন এনটিনি দুয়াম ফ্রাঙ্ক ও চওমিন রাখাইন।
শনিবার (৬ আগস্ট) রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিকঅফের শুরু থেকেই গতিময় খেলা উপহার দিতে থাকে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু প্রথমার্ধের খেলায় দলটির আক্রমণ ভাগের ফিনিশিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
১০ মিনিটের কথাই ধরা যাক। ফেনীর গোলবারের ডানদিক থেকে মোনায়েম হোসেন রাজুর সুইং কিক চলে যায় গোলবারের একেবারে সামনে দাঁড়িয়ে থাকা মিন্টু শেখের কাছে। তবে, হেড করে গোল করতে পারেননি তিনি। এর ঠিক তিন মিনিট পরে এগিয়ে যাবার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি আতিকুর রহমান মিশুরা। জামাল ভূঁইয়ার সেটপিস থেকে নেয়া বাঁকানো বলটি শাখাওয়াত হোসেন রনি হেড করলে চলে যায় গোললাইনের বাইরে দিয়ে।
তবে প্রথম দুটি গোল ফিনিশারদের ব্যর্থতায় ভেস্তে গেলেও তৃতীয়টি হাতছাড়া হয়েছে ভাগ্যের নির্মম পরিহাসে। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়া বেশ জোরালো একটি দূরপাল্লার শট নেন। শটটি গিয়ে আছড়ে পড়ে ক্রসবারের উপরে। ফলে অল্পের জন্য গোলবঞ্চিত হয় মারুফুল হকের শিষ্যরা।
শেখ রাসেল ব্যর্থ হলেও সফল হয়েছে সকার ক্লাব ফেনী। ৩৫ মিনিটে শেখ রাসেলের ডি-বক্সের সামনে গিয়ে ফেনী অধিনায়ক রিদন গোল পোষ্টে বেশ জোড়ালো একটি শট নেন। প্রাথমিকভাবে জিয়াউর রহমান সেটি ফিরিয়ে দেন আর সেই ফিরতি বলে শট নিয়ে রাসেলের জালে পাঠিয়ে দেন এনটিনি দুয়াম ফ্রাঙ্ক।
আর ফ্রাঙ্কের গোলে ফেনী ১-০ তে এগিয়েই বিরতিতে যায়। বিরতি থেকে ফিরেও প্রথমার্ধের সেই গতিময় খেলা ধরে রাখে শেখ রাসেল।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ফেনীর গোলবারের বাঁ-দিক থেকে বেশ নিখুঁত একটি কিক নিয়েছিলেন অধিনায়ক আতিকুর রহমান মিশু। কিন্তু তাতেও সফল হননি তিনি। মিশুর পর ৫৩ মিনিটে শাখাওয়াত হোসেন রনির সেন্টার থেকে ফিকরু’র ভলি জাল খুঁজে না পেলে হতাশা বাড়ে রয়্যাল ব্লুজ শিবিরে।
এদিকে প্রথমার্ধে এগিয়ে থেকে কিছুটা নির্ভার থাকা ফেনী সকার চেয়েছে ব্যবধান বাড়াতে। সেই লক্ষ্যে অবশ্য দলটি সফলও হয়েছে। ৮১ মিনিটে শাহরানের এগিয়ে দেয়া বল থেকে চওমিন রাখাইনের প্লেসিং শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব।
ম্যাচের বাকি সময় ব্যবধান কমাতে না পারায় হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৬ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি