ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ড্র’য়ে শেষ হলো আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
ড্র’য়ে শেষ হলো আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ ছবি: অনিক খান

ময়মনসিংহ: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের চতুর্থ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী।

আর এই ড্র’য়ে দলটির সাথে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো এবারের আসরের শিরোপা প্রত্যাশী জর্জ কোটানের শিষ্যদের।

চার ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ৮। সমান সংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্টও ৮।

সোমবার (০৮ আগস্ট)  ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুই দলের সামনেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার হাতছানি ছিল। আর সেই লক্ষ্যে খেলতে নেমে প্রথমার্ধের ১৩ মিনিটে সানডে সিজুবার গোলে ১-০ তে এগিয়ে যায়  আকাশী নীল জার্সিধারী আবাহনী।

এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে কর্নার কিক থেকে মাথার জোরালো ছোঁয়ায় গোল করেন মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড মঞ্জুর রহমান মানিক। তার গোলেই ম্যাচে ১-১ এ সমতা আনে মুক্তি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।