ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গার্দিওলার নতুন অস্ত্র স্টোনস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
গার্দিওলার নতুন অস্ত্র স্টোনস

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি শিরোপা জিততে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলাকে। নতুন মৌসুম শুরুর আগে নতুন এই কোচের অধীনে ইতোমধ্যেই সাত ফুটবলারকে দলে টেনেছে সিটিজেনরা।

এবার দল বদলের বাজারে অষ্টম খেলোয়াড়ও চুক্তিভুক্ত করল সিটি। আর নতুন অস্ত্র হিসেবে গার্দিওলার ভান্ডারে যুক্ত হলেন জন স্টোনস।

এভারটন থেকে জন স্টোনসকে ৫ কোটি ৫৬ লাখ ইউরোর বিনিময়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফুটবল ইতিহাসের স্টোনস দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার। সিটিজেনদের সঙ্গে ছয় বছরের চুক্তি সই করেছেন ২২ বছর বয়সী স্টোনস।
 
ইংলিশ এই সেন্টারব্যাক সিটিতে যোগ দিয়ে জানান, ‘আমি এই ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। আমাদের দারুণ একজন কোচ রয়েছেন। আমার পরবর্তী ক্যারিয়ারের জন্য তাকে পাওয়াটা ভাগ্য। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। এভারটনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই আমাকে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে সুযোগ করে দেওয়ার জন্য। ’

এর আগে সিটিতে যোগ দিয়েছেন গানডোগান, নোলিতো, আলেকজান্ডার, অ্যারন ময়, ল্যারোয় সান, গ্যাব্রিয়েল জেসাস এবং মার্লোস মরেনো।

ইংল্যান্ডের জার্সি গায়ে ১০ ম্যাচ খেলা স্টোনস বার্নসলে আর এভারটনের হয়ে খেলেছেন ১২২ ম্যাচ। এভারটনের হয়ে মাঠে নামেন ৯৫ ম্যাচে। এভারটনের ২০১৪-১৫ মৌসুমে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।