ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিও অলিম্পিকে আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
রিও অলিম্পিকে আর্জেন্টিনার বিদায় ছবি:সংগৃহীত

ঢাকা: হন্ডুরাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিও অলিম্পিকের আসর থেকে বিদায় নিয়েছে ফেভারিট আর্জেন্টিনা।

ফিফা ৠাংকিংয়ের তলানির দল হন্ডুরাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় রিও’র আসর থেকে বাদ পড়লো আর্জেন্টিনা।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে আলবেসেলিস্তারা। তবে খেলার অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে সমতায় আসলেও ততক্ষণে বিদায় নিশ্চিত হয়ে ‍যায় তাদের।

একই দিন অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোরও বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকেই। দক্ষিণ কোরিয়া ১-০ গোলে হারিয়ে দিয়েছে ২০১২ অলিম্পিকের  চ্যাম্পিয়নদের। জার্মানি ১০-০ গোলে ফিজিকে উড়িয়ে দিয়ে চলে গেছে শেষ আটে। দক্ষিণ আফ্রিকা-ইরাক ম্যাচটি ১-১ ড্র। তবে এবার দুই দলই বাড়ির পথ ধরল! হেরে গিয়েও ব্রাজিলের সঙ্গী হিসেবে শেষ আটে উঠল ডেনমার্ক।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির, হন্ডুরাস দক্ষিণ কোরিয়ার, ব্রাজিল কলম্বিয়ার আর নাইজেরিয়া মুখোমুখি হবে ডেনমার্কের।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।