ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবল ইতিহাসে প্রথমবার ভিডিও প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
ফুটবল ইতিহাসে প্রথমবার ভিডিও প্রযুক্তি

ঢাকা: নতুন দিগন্তের দিকে এক পা বাড়িয়ে দিচ্ছে ফুটবল। ভবিষ্যতে অপরাধ করা ছাড়া কোনো ফুটবলারকে দেখানো হবে না হলুদ বা লাল কার্ড! পেশাদারী ফুটবলে চালু হয়ে গেছে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

যা দেখে মূল রেফারি সনাক্ত করতে পারবেন আসল অপরাধীকে।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নিউইয়র্ক রেড বুলস বনাম ওরল্যান্ডো সিটির ম্যাচে ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার করা হয়। ২০১৬-১৭ মৌসুমের এ ম্যাচটিতে প্রযুক্তিটি ব্যবহারের জন্য ফিফা অনুমদোন দেয়।

এই প্রযুক্তিতে একজন অতিরিক্ত রেফারি ভিডিও নিয়ন্ত্রণ করবেন। যিনি মূল রেফারিকে গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ফাউল সম্পর্কে জানান দেবেন।

এদিন ম্যাচে ইতিহাসে প্রথমবার ব্যবহার করা হয় ভিএআর প্রযুক্তিটি। যেখানে মূল রেফারি ইসমাইল এলফাতায়ের সঙ্গে ভিএআর এ ছিলেন অ্যালেন চ্যাম্পম্যান। ম্যাচের ৩৫ ও ৮০ মিনিটে ইতিহাস বদলাতে যাওয়া এ প্রযুক্তির ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।