ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু মরিনহোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জয়ে শুরু মরিনহোর ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেলেন হোসে মরিনহো। ‍এএফসি বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করলো রেড ডেভিলসরা।

বোর্নমাউথের মাঠে প্রথমার্ধের ৪০ মিনিটে ইংলিশ জায়ান্টদের লিড এনে দেন হুয়ান মাতা। ৫৯ মিনিটে অধিনায়ক ওয়েইন রুনি ব্যবধান দ্বিগুন করেন। পাঁচ মিনিট পরই গোল উৎসবে মাতেন এ মৌসুমেই ম্যানইউতে নাম লেখানো জ্লাতান ইব্রাহিমোভিচ।

ম্যাচের ৬৯ মিনিটে স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার অ্যাডাম স্মিথ। রেফারি শেষ বাঁশি বাজানোর পর প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন মরিনহোর শিষ্যরা।

আগামী শনিবার (১৯ আগস্ট) ঘরের মাঠে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।