ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এমিরেটস স্টেডিয়ামে সাত গোলের থ্রিলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমিরেটস স্টেডিয়ামে সাত গোলের থ্রিলার

ঢাকা: লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজারের বেশি দর্শক এই ম্যাচ মনে রাখবেন সারা জীবন, যেন গোলের থ্রিলার দেখেছেন! নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই গোলের বন্যা দেখলো আর্সেনাল আর লিভারপুল। তবে, ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি লিভারপুলের।

ম্যাচের প্রথম ৩০ মিনিট গোলের কোনো দেখা দেখা ছিল না। ৩১ মিনিটের মাথায় আর্সেনালকে লিড পাইয়ে দেন থিও ওয়ালকট। আর বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে গোল পরিশোধ করে লিভারপুল। ব্রাজিল তারকা ফিলিপ কোউতিনহোর গোলে সমতায় ফেরে তারা।

বিরতির পরই শুরু হয় আক্রমণের তেজ। ৪৯ মিনিটের মাথায় অ্যাডাম লালানার গোলে প্রথমবারের মতো লিড নেয় লিভারপুল (২-১)। ৫৬ মিনিটে ৩-১ স্কোরলাইন করে লিভারপুল। এবারো গোলদাতা সেই কোউতিনহো। সাদিও মানে লিভারপুলকে আরেকটু এগিয়ে নিতে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় আর্সেনালের জালে বল জড়ান (৪-১)।

এরপর আর্সেনালের গোল শোধের পালা। ৪-১ গোলে পিছিয়ে থাকাটা মেনে নিতে পারছিল না আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। লিভারপুলের জালে দ্বিতীয়বার বল জড়ান চেম্বালেইন। সেটিও চতুর্থ গোলটি হজমের ঠিক এক মিনিট পরেই (৬৪)। স্কোরলাইন গিয়ে দাঁড়ায় লিভারপুল ৪-২ আর্সেনাল।

৭৫ মিনিটের মাথায় আর্সেনালকে বড় পরাজয়ের লজ্জার হাত থেকে বাঁচাতে গোল করেন চেম্বারস (৪-৩)। ফলে, এক গোল থেকে পিছিয়ে থাকে ওয়েঙ্গারের ছাত্ররা। তবে, ম্যাচের বাকি সময় আর কোনো গোল পরিশোধ করতে না পারলে ৪-৩ স্কোরে পরাজয় মেনে নেয় আর্সেনাল।

জানিয়ে রাখা ভালো ম্যাচটি হয়তো সমতায় শেষ পারতো। খেলার ৩০ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করেছিল আর্সেনাল। শট নিয়েছিলেন থিও ওয়ালকট। আর লিভারপুলের সেরা গোলরক্ষক সিমন মিগনোলেট সেই পেনাল্টি শটটি রুখে দিয়েছিলেন। পরের মিনিটেই পেনাল্টি মিসের হতাশা কাটাতে গানারদের হয়ে প্রথম গোলটি করেন সেই ওয়ালকট।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।