ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেটিসকে উড়িয়ে শুরু মেসি-সুয়ারেজদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
বেটিসকে উড়িয়ে শুরু মেসি-সুয়ারেজদের ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের শুরুতে এ কোন বার্সেলোনা! লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জায়ান্ট দলটির জন্য এটাই হয়তো স্বাভাবিক। নিজেদের প্রথম ম্যাচে রিয়াল বেটিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-সুয়ারেজরা।

গত মৌসুমেও দুর্দান্ত শুরু করেছিল লুইস এনরিকের শিষ্যরা। শেষ দিকে গিয়ে খেই হারিয়ে ফেলতে হয়েছিল কাতালানদের। চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে ছিটকে পড়ে টানা ট্রেবল জয়ের স্বাদ নেওয়া হয়নি মেসি-নেইমারদের। তবে, রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে কোনোরকমে স্প্যানিশ লিগের শিরোপা নিজেদের করে রাখে বার্সা।

এই মৌসুমের শুরুতেও দেখা মিললো উড়ন্ত বার্সার। রিয়াল বেটিসের বিপক্ষে গোল করেন আরদা তুরান, মেসি আর সুয়ারেজ। নেইমার অলিম্পিক মিশনে ব্রাজিলের হয়ে খেলার কারণে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই আরদা তুরানের গোলে লিড নেয় বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ১৯৩৯ সালের পর থেকে লা লিগার আসরের প্রথম ম্যাচে না হারা বার্সাকে লিড পাইয়ে দিতে আর তুরানকে সহায়তা করতে ভূমিকা রাখেন জরদি আলবা। তবে, ম্যাচে ফিরতে পেরেছিল বেটিস। খেলার ২১ মিনিটের মাথায় কাস্ত্রো মার্টিনের গোলে সমতায় ফেরে আতিথ্য নেওয়া দলটি।

২৯ মিনিটে গোলবারের উপর দিয়ে শট নিলে গোলবঞ্চিত হয়ে হয় মেসিকে। তবে, ৩৭ মিনিটের মাথায় নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। সার্জি রবার্তোর অ্যাসিস্ট থেকে বার্সার প্রাণভোমরা মেসি গোল করলে লিড দাঁড়ায় ২-১।

৪২ মিনিটের মাথায় আবারো নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন সার্জি রবার্তো। তার অ্যাসিস্ট থেকে এবারে গোল করেন সুয়ারেজ (৩-১)। এই স্কোরেই এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটের মাথায় মেসির সহায়তায় নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন উরুগুয়ের তারকা সুয়ারেজ (৪-১)। ৫৭ মিনিটে মেসিও নিজের জোড়া গোল পূর্ণ করেন। আরদা তুরানের অ্যাসিস্ট থেকে গোল করেন মেসি (৫-১)।

খেলার ৮২ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। তার গোলে কাতালানরা এগিয়ে যায় ৬-১ ব্যবধানে। তবে, দুই মিনিট পরেই ব্যবধান কমান বেটিসের তারকা প্রথম গোলদাতা কাস্ত্রো (৬-২)।

খেলার বাকি সময় আর কোনো গোল হয়নি। ৬-২ গোলে বিশাল জয়ে বার্সা পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।