ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালির বিশ্বকাপ জয়ীর মতে রোনালদোই বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ইতালির বিশ্বকাপ জয়ীর মতে রোনালদোই বর্ষসেরা ছবি:সংগৃহীত

ঢাকা: ‘কোনো সন্দেহ নেই ক্রিস্টিয়ানো রোনালদোই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের যোগ্য’-জানালেন ইতালির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।

এবারের ব্যালন ডি’অর জয়ে এমনিতেই ফেভারিট রোনালদো।

কারণ শেষবার ক্লাব রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এছাড়া জাতীয় দল পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো ট্রফির স্বাদ দিয়েছেন।

৩১ বছর বয়সী এ তারকা গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫১টি গোল। আর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোতে করেছেন তিনটি গোল। সিআর সেভেনের প্রসংশা করে ক্যানাভারো বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই রোনালদো ব্যালন ডি’অরের যোগ্য। ’

রিয়ালের সাবেক এ ডিফেন্ডার আরও বলেন, ‘সে গত কয়েকটি ম্যাচে গোল না করলেও সেই ফেভারিট। আমাদের তার গত বছরের পারফরম্যান্স ভুলে গেলে চলবে না। ’

চলতি মৌসুমে কিছুটা গোল খরায় ভুগছেন রোনালদো। এখন পর্যন্ত ক্লাবের হয়ে সকল প্রতিযোগিতা মিলিয়ে মাত্র পাঁচটি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।