ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভার্ডির হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল লিচেস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ভার্ডির হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল লিচেস্টার ছবি:সংগৃহীত

জেমি ভার্ডির দুর্দান্ত হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলে জয় পেল লিচেস্টার সিটি। দলের হয়ে অন্য গোলটি করেন অ্যান্ডি কিং। আর ম্যানসিটির হয়ে একটি করে গোল করেন আলেকজেন্ডার কোলারভ ও নোলিতো।

ঢাকা: জেমি ভার্ডির দুর্দান্ত হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলে জয় পেল লিচেস্টার সিটি। দলের হয়ে অন্য গোলটি করেন অ্যান্ডি কিং।

আর ম্যানসিটির হয়ে একটি করে গোল করেন আলেকজেন্ডার কোলারভ ও নোলিতো।

রোববার রাতে লিচেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ম্যাচের মাত্র ২০ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে সিটিজেনরা। তিন মিনিটেই দলের হয়ে গোল করে লিড পাইয়ে দেন ভার্ডি। দুই মিনিট পরেই গোল করেন কিং। আর ম্যাচের ২০ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ভার্ডি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ভার্ডির হ্যাটট্রিকে ব্যবধান ৪-০ হয়। তবে ৮২ মিনিটে কোলারভ একটি গোল করেন। আর নির্ধারিত সমেয়র শেষ মিনিটে নোলিতো আরও একটি গোল করে শুধুমাত্র ব্যবধানই কমাতে পারেন।  

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। আর এ ম্যাচে জয়ের ফলে ১৫ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপর দিকে ম্যাচ হেরে ১৫ খেলা শেষে ৩০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।