এবারের আসরটি মেয়েদের চতুর্থ আসর। আর প্রতিবারের মতো এবারো শিরোপা নির্ধারণী মঞ্চে উঠল প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়নরা।
অপরদিকে, আগের তিনটি ফাইনালেই ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল নেপাল।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার (০২ জানুয়ারি) মুখোমুখি হয় দুই দল।
ভারতের হয়ে ম্যাচের ৪৫তম মিনিটে গোল করেন কমলা দেবী। প্রথমার্ধে এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিরা (১-০)।
বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে ইন্দুমাথি কাত্রিসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত (২-০)। তবে, ৭৫তম মিনিটের মাথায় ব্যবধান কমায় নেপাল। পেনাল্টির সুযোগ থেকে নেপালের হয়ে গোল করেন সাবিত্রা বান্দারি (২-১)। শেষ দিকে ম্যাচের ৮৩তম মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সাসমিতা মালিক।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালদ্বীপ। জয়ী দলের বিপক্ষে ০৪ জানুয়ারি ফাইনালের মঞ্চে লড়বে স্বাগতিক ভারত।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৭
এমআরপি