ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফকিরাপুল-সাইফ স্পোর্টিং ক্লাব ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ফকিরাপুল-সাইফ স্পোর্টিং ক্লাব ম্যাচ ড্র ফকিরাপুল-সাইফ স্পোর্টিং ক্লাব ম্যাচের একটি দৃশ্য/ছবি: সংগৃহীত

ঢাকা: মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সোমবার (০২ জানুয়ারি) বিকেলে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ভাবে ড্র হয়েছে।

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিল ফকিরাপুলের। এই ম্যাচে জয় পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল দলটির।

কিন্তু জয় না পাওয়ায় শীর্ষে যাওয়া হয়নি তাদের। ফলে, শীর্ষেই রইলো সাইফ স্পোর্টিং ক্লাব।

এই ড্রয়ের ফলে ১২ ম্যাচের ৫টিতে জিতে ও ৭টিতে ড্র করে ২২ পয়েন্ট সাইফ স্পোর্টিং ক্লাবের। অন্যদিকে ১২ ম্যাচের ৫টিতে জিতে, ৬টিতে ড্র করে ও ১টিতে হেরে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব।

২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব। লিগে আরও দুটি করে ম্যাচ পাবে এই তিনটি দল।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।