ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে সাফ ফাইনালে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে সাফ ফাইনালে বাংলাদেশ মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে সাফ ফাইনালে বাংলাদেশ

ঢাকা: মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের প্রমীলা ফুটবল দল।

গত তিন আসরের দুটিতে (২০১০ ও ২০১৪ সাল) নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিলেও চতুর্থ আসরে সেই অধরা ফাইনালের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। দলকে স্বপ্নের জয় এনে দিতে বাংলাদেশের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না হ্যাটট্রিক করেন।

সোমবার (২ জানুয়ারি) শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচে কিক অফের শুরু থেকে কিছুটা অগোছালো খেললেও ১১ মিনিটে সিরাত জাহান স্বপ্না মালদ্বীপের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন।

এখানেই থেমে থাকেননি স্বপ্না। ম্যাচের ২২ মিনিটে আরেকবার বল জালে জড়িয়ে মালদ্বীপকে ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে দেন তিনি। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই খেলায় ফিরতে চেয়েছে দলটি। কিন্তু সাবিনাদের রক্ষণদূর্গে তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত হলে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর বাংলাদেশের আক্রমণ আরও ক্ষুরধার হয়। ম্যাচের ৪৮ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন স্কোর লাইন নিয়ে যান ৩-০ তে। এরপর ৫১ মিনিটে নার্গিস খাতুন গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় মালদ্বীপ।

এরপর আবার জ্বলে ওঠেন স্বপ্না। আর তাতেই দল পায় ৫-০ গোলের ব্যবধান। স্বপ্না তুলে নেন চলতি আসরে নিজের প্রথম হ্যাটট্টিক।

বাংলাদেশের ষষ্ঠ গোলটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে অধিনায়ক সাবিনা খাতুন এই ব্যবধান এনে দেন।

এ ব্যবধানটি রেফারির বাঁশির শেষ ফুঁ পর্যন্ত ধরে রেখে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়শিপের ফাইনালে ওঠার আনন্দে আপ্লুত হয়ে মাঠ ছাড়ে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

এর আগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামী ৪ জানুয়ারি শিরোপার প্রত্যাশায় তাদের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ২ জানুয়ারি ২০১৭/আপডেট: ২১৫২ ঘণ্টা
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।