তবে দু’দলের কেউই মাঠে উপস্থিত না থাকলেও গতবারের মতো এই ম্যাচের আগে উপস্থিত ছিলেন রেফারিরা। বাইলজ অনুয়ায়ী ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট বেশি অপেক্ষা করে তারা মাঠ থেকে বেরিয়ে যান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে ২২ রাউন্ড শেষে সমান ১৮ পয়েন্ট ছিল সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারার। প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী এবার অবনমনে যাবে এই দুই দলের ভেতর থেকে একটি দল। সেই দলটি নির্বাচনের জন্যই বাইলজে প্লে অফের নির্দেশনা দেয়া ছিল, যা দুই লেগেই উপেক্ষা করলো এই দুটি দল।
এর আগে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) প্লে অফ খেলতে অস্বীকৃতি জানিয়ে বাফুফে বরাবর চিঠি দিয়েছিল সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারা। তবে, ম্যাচ আয়োজনের সব কিছুই প্রস্তুত থাকবে বলে জানিয়েছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।
আয়োজন যথারীতি আগের মতো থাকলেও মাঠে উপস্থিত হয়নি দল দুটি। আর দ্বিতীয় লেগের ম্যাচ আয়োজন করে বাফুফের এমন কাণ্ডজ্ঞানহীন কাজেও অবাক অনেকেই। কারণ, দল দুটি যদি মাঠে আসতো, ম্যাচে অংশ নিতো তাহলে বাইলজ অনুযায়ী সমস্যায় পড়ে যেতো বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। কিংবা একটি দল যদি মাঠে উপস্থিত থাকতো তাহলেও সমস্যায় পড়তো বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। তবে, শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য ম্যাচ আয়োজন করা হয়েছিল বলে বাফুফের একটি সূত্র জানায়। এদিকে, বাইলজ অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোর কারণে লিগে দল দুটির জায়গা এখন দ্বিতীয় স্তরে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১৭
এমআরপি