ম্যাচের প্রথমার্ধের আগেই ফ্রেঞ্চ ফুটবলার দিমিত্রি পায়েতের বাজে ট্যাকলে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। তবে মাঠ থেকে বেরিয়ে গেলেও ডাগআউট থেকে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে খেলোয়াড়দের নির্দেশনা দেন তিনি।
অনেকে বলতে থাকেন সান্তোসকে এড়িয়ে কোচের ভূমিকায় কাজ করেছেন সিআর সেভেন। তবে এমন ধারণাকে উড়িয়ে দিলেন খোদ কোচ সান্তোসই। তার মতে, রোনালদো মাঠ থেকে বেরিয়ে গিয়ে দ্বাদশ ফুটবলারের ভূমিকায় কাজ করেছেন। আর তার এই ভূমিকা দলের শিরোপা জয়েও কাজে এসেছে।
কোচ সান্তোস জানান, ‘ফাইনালে রোনালদো দলের হয়ে দারুণ ভূমিকা পালন করেছে। পরবর্তীতে সে ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ করলেও দ্বাদশ ফুটবলার হিসেবে কাজ করেছে। আর এমন একজন খেলোয়াড়, যে-কোনো কাজেই থাকুক না কেন, তাতে দোষের কিছু নেই। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৭
এমএমএস