ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জিদান নন, ফিফা বর্ষসেরা কোচ রানিয়েরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
জিদান নন, ফিফা বর্ষসেরা কোচ রানিয়েরি দিয়েগো ম্যারোডোনার হাত থেকে পুরস্কার নিচ্ছেন ক্লাউদিয়ো রানিয়েরি-ছবি:সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে অসাধারণ একটি বছর উপভোগ করেছেন জিনেদিন জিদান। ফিফা বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে এগিয়েও ছিলেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি। কিন্তু, তাকে টপকে ফিফা বর্ষসেরা কোচের স্বীকৃতি পেলেন ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির কোচ ক্লাউদিয়ো রানিয়েরি।

৯ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর হাতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হয়।

গত বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব কাঁধে নেন জিদান।

তার অধীনে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ২০১৬ সালটা স্মরণীয় করে রাখে স্প্যানিশ জায়ান্টরা। প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরুর পাঁচ মাসের মধ্যে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতান ফরাসি কোচ জিদান। চলতি মৌসুমেও তার অধীনে দুর্দান্ত খেলে চলেছে মাদ্রিদের ক্লাবটি। এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটি এবারের লা লিগার পয়েন্ট তালিকায় আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শীর্ষ তিনে থেকে মনোনয়ন পেয়েছেন: ক্লদিও রানিয়েরি (লিচেস্টার সিটি)

জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)

ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)

মযার্দাপূর্ণ এ অ্যাওয়ার্ড পাওয়ার রেসে অপর দুই প্রতিদ্বন্দ্বী লিচেস্টার সিটির রানিয়েরি ও পর্তুগালের ইউরো জয়ী কোচ ফার্নান্দো সান্তোস। ইতালিয়ান কোচ রানিয়েরির অধীনে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ জায়ান্টদের টপকে শিরোপা জেতে লিচেস্টার। ২০১৪-১৫ মৌসুমে কোনোরকমে অবনমন এড়ানো দলকে গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর ছিলেন তিনি।

জাতীয় দলের কোচদের মধ্যে বর্ষসেরা কোচের লড়াইয়ে ছিলেন শুধু সান্তোস। তার অধীনে গত জুন-জুলাইয়ে ফ্রান্সে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে পর্তুগাল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বেও ভালো অবস্থানে আছে সান্তোসের শিষ্যরা।

এবারের পুরস্কার প্রদানে ফিফার সঙ্গে ছিল না ফ্রেঞ্চ ম্যাগাজিন। ফলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার একাই পুরস্কারটি দিয়েছে। মোট আটটি ক্যাগাগরিতে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আর প্রথমেই ১০ জন কোচের তালিকা করে ফিফা। সেখান থেকে কমে আসে তালিকা। তালিকা সংক্ষিপ্ত করে তিনজনের মাঝেই লড়াই জমে ওঠে।

বার্সেলোনার কোচ লুইস এনরিকও ছিলেন। গত মৌসুমে বার্সাকে স্প্যানিশ ডাবল জিতিয়েছিলেন তিনি। শেষ দিকে এনরিক বাদ পড়েন এই তালিকা থেকে।

জাতীয় দলের কোচদের মধ্যে ছিলেন পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতানো ফার্নান্দো সান্তোসের সঙ্গে ছিলেন ফ্রান্সকে রানারআপ করা কোচ দিদিয়ের দেশাম্প। এছাড়া ইউরোতে বাজিমাত করে ওয়েলসকে সেমিফাইনালে নেওয়া ক্রিস কোলম্যানও ছিলেন। দশজনের তালিকার অন্যদের মধ্যে ছিলেন বায়ার্ন মিউনিখকে ডাবল জিতিয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া পেপ গার্দিওলা, লিভারপুলের হয়ে দারুণ শুরু করা ইয়র্গান ক্লপ, টটেনহামের মাউরিকো পচেট্টিনো। তিন বছরের মধ্যে অ্যাতলেটিকো মাদ্রিদকে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলানো দিয়েগো সিমিওন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।