ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

দ্বিতীয় লেগে হেরেও কোয়ার্টারে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
দ্বিতীয় লেগে হেরেও কোয়ার্টারে অ্যাতলেতিকো দ্বিতীয় লেগে হেরেও কোয়ার্টারে অ্যাতলেতিকো/ছবি: সংগৃহীত

লাস পালমাসের মাঠে প্রথম লেগের ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল অ্যাতলেতিকো। এবার হোম ভেন্যুতে মুদ্রার ওপিটও দেখলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে গেছে অ্যাতলেতিকো। সে যাই হোক, ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ আট নিশ্চিত করেছেন তোরেস-গ্রিজম্যানরা।

ভিসেন্তে কালদেরনে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর চার মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন অ্যান্তোনি গ্রিজম্যান।

প্রথম লেগেও গোল করেছিলেন ফ্রেঞ্চ ‘গোলমেশিন’। আট মিনিট বাদেই ভিজিটরদের সমতায় ফেরান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মার্কো লিভাজা।

এর চার মিনিট পর অ্যাতলেতিকোকে এগিয়ে দেন উঠতি আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া। ম্যাচের শেষদিকে দুই গোলে স্বাগতিকদের রীতিমতো ভয়ই পাইয়ে দিয়েছিল লাস পালমাস। আর একবার জালে বল পাঠাতে পারলেই অ্যাওয়ে গোলের হিসেবে অ্যাতলেতিকোকে আসর থেকে বিদায় নিতে হতো।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজের জোড়া গোল আদায় করে নেন লিভাজা। ম্যাচে যোগ হয় বাড়তি উত্তেজনা। তিন মিনিটের ইনজুরি সময়ের অন্তিম মুহূর্তে স্কোরশিটে নাম লেখান কোরেয়ার স্বদেশী তরুণ মিডফিল্ডার মাতেও গার্সিয়া। রেফারি শেষ বাঁশি ‍বাজানোর পর হেরেও একরাশ স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।