এ ম্যাচে অসুস্থতজনিত কারণে খেলতে পারেননি সুইডিশ আইকন জ্লাতান ইব্রাহিমোভিচ। অন্যদিকে, দলের সাফল্যের দিনে ওয়েইন রুনির ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হলো।
ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর এগার মিনিটের মাথায় রেড ডেভিলসদের লিড এনে দেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুন করেন বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।
দুই গোলে এগিয়ে থাকায় বাড়তি সুবিধা নিয়ে হাল সিটির মাঠে নামবেন রুনি-মাতা-পল পগবারা। আগামী ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৭
এমআরএম