চলতি বছরের মার্চে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ডিসেম্বরে সাফ ফুটবলকে সামনে রেখেই অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। তবে ক্যাম্প শুরুর আগে প্রয়োজন কোচ, যা এই মুহূর্তে বাংলাদেশ দলে নেই।
গেল বছরের অক্টোবরে ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ শেষে চলে গিয়েছেন বাংলাদেশ দলের সবশেষ নিয়োগপ্রাপ্ত কোচ টম সেইন্টফিট। তাই জাতীয় দল ক্যাম্প শুরুর আগে কোচের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে চাইছে বাফুফে।
‘বর্তমানে ২-৩ জন কোচ নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে তাদের ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। দু’এক দিনের মধ্যে সেটা চূড়ান্ত হলে এ মাসের ২০-২২ তারিখের মধ্যে আমরা ক্যাম্প শুরু করতে পারবো। কোচের ব্যাপারে বেশ কয়েকটি নাম আলোচিত হয়েছে তবে তারা সবাই বিদেশি। ’ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ন্যাশনাল টিমস কমিটির এক সভা শেষে কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে একথা জানান।
বঙ্গবন্ধু গোল্ড কাপের গেল আসরে বাংলাদেশ জাতীয় দলের সাথে আরও ছিল বাংলাদেশ অলিম্পিক দল অর্থাৎ অনূর্ধ্ব-২৩ দল। স্বাগতিক দেশ থেকে একাধিক দলের অংশগ্রহণের ধারাবাহিকতা এ বছরও থাকবে বলে জানান নাবিল, ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ এ বছরের মার্চে অনুষ্ঠিত হবে। এখানে আমাদের একাধিক দল অংশ নিতে পারে। জাতীয় দলের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণের কথা আলাচনা হচ্ছে। ’
এ সময় বাংলাদেশ ফুটবলের বছরে অন্যান্য সূচির কথা উল্লেখ করে জাতীয় দল কমিটির এই চেয়ারম্যান জানান, ‘ডিসেম্বরে আমাদের সাফ ফুটবল আছে। এর আগে ফেডারেশন কাপসহ অন্যান্য ঘরোয়া ফুটবল চলমান থাকবে। এরমধ্যে যে সময় বাকি থাকবে তখন আমরা সাফের বাইরে অন্যান্য দেশ গুলোর সাথে চষ্টা করবো প্রীতি ফুটবল ম্যাচ খেলতে। জুলাইয়ে অনূর্ধ্ব-২৩ দলের খেলা আছে। ’
সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাফুফে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি