ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

কোচ নিয়োগে সময় নিচ্ছে বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কোচ নিয়োগে সময় নিচ্ছে বাফুফে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ধারণা করা হচ্ছিল সোমবার (১৬ জানুয়ারি) ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে ঘোষণা আসবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের। কিন্তু হলো না। এদিন একেবারে পড়ন্ত বিকেলে সভা শেষ করে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানালেন, ‘জাতীয় দলের কোচের নিয়োগ আমরা এখনই দিচ্ছি না। তবে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের আগেই আমরা জাতীয় দলের প্রধান কোচের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করবো।’

এদিকে চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ফিটনেস ও অ্যাসেসমেন্ট ক্যাম্প। আর এই ক্যাম্পে ডাকা হয়েছে গেল বছর জাতীয় দলের হয়ে খেলা ৩০-৩৫ জন প্লেয়ারকে।

আর এই ক্যাম্পকে সামনে রেখে ১৯ জানুয়ারি রিপোর্টিংয়ের জন্য প্লেয়ারদের ডাকা হবে বলে জানালেন নাবিল।

তবে ফিটনেস ক্যাম্পে থাকছেন না কোচ। নাবিল জানান, ‘এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিচ্ছি সাম্প্রতিক সময়ে আমাদের জাতীয় দলের যতগুলো কর্মসূচি ছিল, সেখানে যারা অংশগ্রহণ করেছে তাদের। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৮ই ফেব্রুয়ারি। সেজন্য আমরা এই ক্যাম্পটি ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত রাখতে চাইছি। আমাদের ক্যাম্পটি হবে ২০ দিনের। তবে ক্যাম্পের আগে বা ক্যাম্প চলাকালীন আমরা কোনো কোচ নিয়োগ দিচ্ছি না। এটি হবে মূলত ফিটনেস ও অ্যাসেসমেন্ট ক্যাম্প। ট্রেনার জন উইটেল, গোলরক্ষক কোচ রায়ান স্যানফোর্ড ও দেশি কোচ সৈয়দ গোলাম জিলানি ক্যাম্পের অ্যাসেসমেন্টের দায়িত্বে থাকবেন। ’

.তিনি আরও জানান, ‘আমরা দেখতে চাচ্ছি গত ছয় মাসে যে আলোচনাটা বারবার উঠে এসেছে যে আমাদের দলের কোনো ফিটনেস নেই, তারা খেলার সময় পারফর্ম করতে পারে না বা ম্যাচের শেষ সময়ে এসে খেলাটা আমাদের হাতছাড়া হয়ে যায়, এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত। ’

‘আমাদের মূল লক্ষ্য যেহেতু ডিসেম্বরের সাফ, তাই সেখানে ভালো ফলাফলেন জন্য দীর্ঘ মেয়াদে চিন্তা করে শেখ কামাল টুর্নামেন্টের আগে কোচ নিয়োগের কথা ভাবছি। যাতে করে কোচ টুর্নামেন্টে প্লেয়ারদের পারফরমেন্স দেখতে পারে। ’ যোগ করেন নাবিল।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।