ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

টিমমেটদের বিপক্ষেও অপ্রতিরোধ্য মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জানুয়ারি ১৭, ২০১৭
টিমমেটদের বিপক্ষেও অপ্রতিরোধ্য মেসি (ভিডিও) ট্রেনিং সেশনে অপ্রতিরোধ্য মেসি/ছবি: সংগৃহীত

প্রতিটি ফুটবল সমর্থক জানেন, বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসিকে সামলাতে হিমশিম খেতে হয় প্রতিপক্ষের ডিফেন্ডারদের। এমনকি, দু’জন কিংবা তিনজনের মার্কিংয়েও আর্জেন্টাইন আইকনকে আটকানো কঠিন।

সৌভাগ্যক্রমে, বার্সা ডিফেন্ডারদের মাঠে মেসির মুখোমুখি হননি। কিন্তু, ট্রেনিং সম্পর্কে কী বলবেন? তারা কী গোলস্কোর থেকে থামাতে পেরেছে? ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ট্রেনিংয়ের একটি শর্ট হাইলাইটস ভিডিও প্রকাশ করা হয়েছে।

যেখানে এসব প্রশ্নের উত্তর মিলবে- যেমনটা প্রত্যাশিত, কেউই মেসিকে আটকাতে পারবে না!

লা লিগায় ৩৬৩ ম্যাচে ৩২৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মেসি এবং কোথায় গিয়ে থামবেন তার কোনো লক্ষণ নেই! ক’দিন আগেই লাস পালমাসের বিপক্ষে স্কোরশিটে নাম লিখিয়ে লিগে প্রথম শ্রেণির ৩৫টি দলের বিপক্ষেই গোলের রেকর্ড গড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। নাম লেখান রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসের পাশে।

এখন রিয়াল সোসিয়েদাদের মাঠে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় খেলা শুরু হবে।

অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মেসি। খেলার মাঠের মতোই ট্রেনিং সেশনেও যেন অপ্রতিরোধ্য ফুটবলের ক্ষুদে জাদুকর। পায়ের কারিকুরিতে টিমমেটদের চোখের পলকেই বোকা বানাচ্ছেন দুর্দান্ত সব ড্রিবলিংয়ে। ভিডিওতে সেটিই ফুটে উঠেছে...

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।