তালিকায় প্রথমস্থান থেকে তৃতীয়তে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়স্থানে আছে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা।
এক বছরে ম্যানইউ’র আয় হয়েছে ৫১৫.৩ মিলিয়ন পাউন্ড। যেখানে পূর্বের আয় ছিল ৩৯৫.২ মিলিয়ন পাউন্ড। আর ৪৬৩.৮ মিলিয়ন পাউন্ড নিয়ে দ্বিতীয়স্থানে আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের থেকে এক লক্ষ ইউরো কম নিয়ে তৃতীয় রিয়াল।
এ তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই। শীর্ষ দশে অন্যরা হলো আর্সেনাল, চেলসি, লিভারপুল ও জুভেন্টাস। শীর্ষ ২০টি ক্লাবের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগেরই রয়েছে সর্বোচ্চ আটটি ক্লাব। আর এ তালিকায় নতুন সংযোজন হয় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমএমএস