ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাগুরায় দেশসেরা ১২ দলের জমজমাট ফুটবল আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
মাগুরায় দেশসেরা ১২ দলের জমজমাট ফুটবল আসর মাগুরায় দেশসেরা ১২ দলের জমজমাট ফুটবল আসর

মাগুরা: ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, নৌ-বাহিনীসহ দেশসেরা ১২টি ফুটবল দলের অংশগ্রহণে শুক্রবার (২০ জানুয়ারি) থেকে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট।

বসুন্ধরা সিমেন্ট-এর সৌজন্যে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে।

শুক্রবার বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।

মাগুরা জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি থাকবেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ. এমপি, মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সদস্য শেখ আসলাম, শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাইস প্রেসিডেন্ট গোলাম রব্বানী হেলাল, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, আছাদুজ্জামান ফুটবল একাডেমির সভাপতি শেখ ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লাজুক প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেবে মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি ও ঝিনাইদহ জেলা ফুটবল দল।

ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।