ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নীলফামারীতে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
নীলফামারীতে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নীলফামারীতে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/ছবি: প্রতীকী

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নীলফামারী বড় মাঠে শুরু হয়েছে খোকনদা দ্বিতীয় আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্ধোধনী খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে রামনগর ইউনিয়ন ৫-৪ গোলের ব্যবধানে কচুকাটা ইউনিয়নকে পরাজিত করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ মুহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

এবারের টুর্নামেন্টে জেলা সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ফুটবল দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।