ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্যারিয়ারের সেরা মৌসুমে রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ক্যারিয়ারের সেরা মৌসুমে রামোস সার্জিও রামোস-ছবি:সংগৃহীত

স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগায় ক্যারিয়ার সেরা মৌসুম কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। ইতোমধ্যে মালাগার বিপক্ষে জোড়া সাফল্য পেয়ে নিজের ক্যারিয়ারে নতুন ব্যক্তিগত গোলস্কোরিংয়ের রেকর্ড গড়লেন তিনি।

শনিবার লিগের ম্যাচে মালাগার বিপক্ষে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে নামে রিয়াল। আর এ ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার রামোসেরই জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় লা গ্যালাকটিকোরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের আগের দুই ম্যাচ হারের পর এ ম্যাচে জয়েও ফেরে জিনেদিন জিদান শিষ্যরা।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন রামোস। আর এতেই ক্যারিয়ারের সেরা সময় ছুঁয়ে ফেলেন স্পেন জাতীয় দলের এ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে আট গোলের মালিক হলেন তিনি।

রামোসের অন্যবদ্য পারফরম্যান্সের কারণে লিগ টেবিলের শীর্ষেই অবস্থান করছে রিয়াল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সেভিয়া ও এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।