রোববার রাতে এইবারের মাঠ স্তাদিও মিউনিসিপাল ডি পুরুয়ায় খেলতে যায় বার্সা। আর প্রথম থেকে আক্রমণ করা দলটি ম্যাচের ৩১ মিনিটে সফলতা পায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সফরকারীরা। আর এরই সুবাদে ম্যাচের ৫০ মিনিটে লিড দ্বিগুন করেন আর্জেন্টাইন তারকা মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে চলতি মৌসুমে ২৮তম গোল করেন তিনি।
ম্যাচের ৬৮ মিনিটে গোল পান সুয়ারেজ। আর ইনজুরি সময়ে গোল করেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে বার্সা। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় সেভিয়া। আর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
দিনের অপর অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস