সোমবার (২৩ জানুয়ারি) আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্যদিয়ে চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে লিড নেয় টাঙ্গাইল। সংঘবদ্ধ আক্রমণে আতিকের করা গোলে এগিয়ে যায় টাঙ্গাইল আরিয়ান ক্লাব।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সাকিবের করা দর্শনীয় গোলে সমতা ফেরায় গোপালগঞ্জ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-১ এর সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
৬-৫ গোলের ব্যবধানে টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাব গোপালগঞ্জ আবাহনীকে পরাজিত করে। ম্যাচ সেরা নির্বাচিত হন টাঙ্গাইল আরিয়ানের আতিক।
টুর্নামেন্টে আগামী ০২ ফেব্রুয়ারি ঢাকা শেখ রাসেল ক্লাবের মুখোমুখি হবে চুয়াডাঙ্গা এসসি। ০৩ ফেব্রুয়ারি ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে নূর ইসলাম ফুটবল একাডেমি, যশোর। ০৪ ফেব্রুয়ারি ঢাকা মোহামেডানের বিরুদ্ধে খেলবে স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি। ০৫ ফেব্রুয়ারি নৌবাহিনীর সাথে খেলবে টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাব।
গত ২০ জানুয়ারি মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৭
এমআরপি