ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
তিন ম্যাচ নিষিদ্ধ ইব্রা আঘাত করার সময় ইব্রা-ছবি:সংগৃহীত

খেলার মাঠে সহিংস আচরণের জন্য ইংল্যান্ড ফুটবল সংস্থা এফএ কতৃক তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। দলটির সর্বশেষ ম্যাচে ইব্রা বোর্নমাউথের ডিফেন্ডার ত্রোনে মিংগসকে কনুই দিয়ে আঘাত করেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচে এমন আচরণ করেন সুইডশ তারকা ইব্রা। তবে সে সময় রেফারি তা লক্ষ্য করেননি।

কিন্তু এফএ’র এমন বিচার ইতোমধ্যে মেনে নিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞার ফলে আগামী সোমবার চেলসির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল এবং লিগে মিডলসবরো ও ওয়েস্টব্রমের বিপক্ষে খেলতে পারবেন না এ মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।