ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এপ্রিলে রিয়ালের মাঠে লড়বে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এপ্রিলে রিয়ালের মাঠে লড়বে বার্সা এপ্রিলে রিয়ালের মাঠে লড়বে বার্সা/ছবি: সংগৃহীত

লা লিগায় মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’ ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এবারের লড়াই লিগ শিরোপা নির্ধারণ করে দিতে পারে। এপ্রিলে দু’দলের রোমাঞ্চকর হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করবে ফুটবল বিশ্ব।

আগামী ২৩ এপ্রিল বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

তার আগে শেষ হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল।

গত বছরের ডিসেম্বরে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত মৌসুমের প্রথম এল ক্লাসিকো ১-১ গোলে ড্র হয়েছিল। নব্বই মিনিটের হেডে গ্যালাকটিকোদের হার এড়ান সার্জিও রামোস। হোম ভেন্যুতে জয়ের কাছাকাছি এসেও হতাশায় ডোবে কাতালানরা।

এবার রিয়ালের মাঠে বার্সার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লিগ নির্ধারণে এ ম্যাচের ফলাফল বড় ভূমিকা রাখতে পারে। মৌসুম শেষ হতে তখন দু’দলের পাঁচটি করে ম্যাচ বাকি থাকবে।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে বার্সার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রিয়াল। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫। বার্সার ২৮ ম্যাচে ৬৩। সমান ম্যাচে ৫৭ পয়েন্টে তৃতীয় স্থানে সেভিয়া। দুই পয়েন্ট পিছিয়ে চার নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ।

প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত ২৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা। জয়ের পরিসংখ্যানে দু’দলই প্রায় সমানেসমান। ৯৩টিতে জয় উদযাপন করে লস ব্লাঙ্কসরা। ৯০ ম্যাচে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। বাকি ৪৯টি ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।