ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

ফুটবল

পেরুর মাঠে এগিয়ে থেকেও হারলো উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
পেরুর মাঠে এগিয়ে থেকেও হারলো উরুগুয়ে পেরুর মাঠে এগিয়ে থেকেও হারলো উরুগুয়ে/ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে হারের বৃত্তে উরুগুয়ে। পেরুর মাঠে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানের ফলাফল নিয়ে মাঠ ছাড়ে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৪ মিনিটে মিডফিল্ডার জোনাথন মাতিয়াসের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় উরুগুইয়ানরা।

গত সপ্তাহেই ব্রাজিলের কাছে ঘরের মাঠেই ধরাশায়ী (৪-১) হয় উরুগুয়ে। তার আগে চিলিতে গিয়ে ৩-১ গোলে হেরে যায়।

এবার পেরুর কাছে হার মানলো অস্কার তাবারেজের শিষ্যরা। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে আশা জিইয়ে রাখলো পেরু।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও জালের দেখা পাননি লুইস সুয়ারেজ। ম্যাচের ৩০ মিনিটে কার্লোস সানচেজের গোলে লিড নেয় ভিজিটররা। চার মিনিট বাদেই পেরুকে ম্যাচে ফেরান পাওলো গুরেরো। ৬২ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোল উপহার দেন আরেক ফরোয়ার্ড এডিসন ফ্লোরেস।

পয়েন্ট টেবিলে দুই থেকে তিনে নেমে গেছে উরুগুয়ে। ১৪ ম্যাচ শেষে ৭ জয়, ২ ড্র ও ৫ হারে তাদের সংগ্রহ ২৩। ১৮ পয়েন্টে সাত নম্বরে পেরু। দুইয়ে উঠে আসা কলম্বিয়ার পুঁজি ২৪। উরুগুয়ের সমান পয়েন্টে চতুর্থ স্থানে চিলি। এক পয়েন্ট পিছিয়ে পাঁচে আর্জেন্টিনা। ৩৩ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।