ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

ফুটবল

স্পেন-ইউরোপে ডাবল জয়ের মিশনে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
স্পেন-ইউরোপে ডাবল জয়ের মিশনে রিয়াল স্পেন-ইউরোপে ডাবল জয়ের মিশনে রিয়াল/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সামনে স্পেন ও ইউরোপ শ্রেষ্ঠত্বের আসনে বসার হাতছানি! লা লিগা পুনরুদ্ধার ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মিশনে যোগ্য স্কোয়াড নিয়ে এগোচ্ছে গ্যালাকটিকোরা। এমনটাই বিশ্বাস রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার ইস্কোর।

২০১২ সালের পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে রিয়াল। এক ম্যাচ হাতে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে লস ব্লাঙ্কসরা (২৭ ম্যাচে ৬৫)।

ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়নস লিগ জয়ে চোখ রাখছে জিনেদিন জিদানের শিষ্যরা। হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

স্পেন ও ইউরোপে রিয়ালের ডাবল (শিরোপা) জয়ে আশাবাদী ইস্কো, ‘এ মৌসুমে আমরা খুব ভালো মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি এবং লক্ষ্য অর্জনের সুযোগ রয়েছে। দু’টি টুর্নামেন্ট জেতার মতো স্কোয়াড আছে আমাদের। ’

‘এই টিম কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে ম্যাচ খেলে অভ্যস্ত এবং ঝুঁকি নিয়ে সতর্ক থাকে। কখনোই আ‍মাদের প্রেরণায় ঘাটতি থাকবে না। সমর্থকদের জন্য শিরোপা জিতে তাদের মাঝে আনন্দ বয়ে আনতে দারুণ আকাঙ্ক্ষা কাজ করছে। ’

এদিকে, আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরছে রিয়াল। রোববার (২ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে আতিথ্য দেবে। খেলা শুরু ‍বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে বায়ার্নের মাঠে কোয়ার্টারের প্রথম লেগ ১৩ এপ্রিল। ছয়দিন পর বার্নাব্যুতে সেমি নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।