ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

ফুটবল

তিন ইংলিশ জায়ান্টের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
তিন ইংলিশ জায়ান্টের জয় বোর্নমাউথের মাঠ থেকে জয় নিয়ে ফেরে চেলসি/ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে চেলসি, পিছিয়ে থেকেও স্বাগতিক স্টোক সিটিকে ২-১ ব্যবধানে লিভারপুল ও হোম ভেন্যুতে হাল সিটির বিপক্ষে ৩-১ গোলের ফলাফলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে পেপ গার্দিওলার ম্যানসিটি।

বোর্নমাউথ ডিফেন্ডার অ্যাডাম স্মিথের আত্মঘাতী গোলের সুবাদে ১৭ মিনিটে লিড নেয় চেলসি। তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করেন বেলজিয়ান সেনসেশন এডেন হ্যাজার্ড।

প্রথমার্ধের তিন মিনিট আগে স্বাগতিকদের ম্যাচে ফেরান ফরোয়ার্ড জোশুয়া কিং। ৬৮ মিনিটে ব্লুজদের হয়ে স্কোরশিটে নাম লেখান স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসো।

...ব্রিটান্নিয়া স্টেডিয়ামে প্রথমার্ধের ঠিক আগে লিড নিয়ে বিরতিতে যায় স্টোক। গোল করেন আইরিশ ফরোয়ার্ড জোনাথন ওয়াল্টার্স। ৭০ মিনিটের মাথায় অল রেডসদের ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফিলিপ্পে কুতিনহো। দুই মিনিট পরেই লিড এনে দেন কুতিনহোর স্বদেশী রবার্তো ফিরমিনো। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

চেলসির মতোই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে স্কোরলাইন ২-০ করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ৬৪ মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফাবিয়ান ডেলপ নৈপুণ্যে তিন গোলের লিড নেয় ম্যানসিটি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ভিজিটরদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইতালির আন্দ্রেয়া রানোচ্চিয়া।

...সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার পথে ছুটছে চেলসি। সমান ম্যাচে দুইয়ে থাকা টটেনহামের সংগ্রহ ৬৮। পাঁচ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ বেশি খেলা লিভারপুল। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানসিটি। ২৯ ম্যাচে সমান ৫৪ পয়েন্টে পাঁচে আর্সেনাল (গোল ব্যবধানে এগিয়ে) ও ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।