ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসে নতুন চুক্তিতে রাজি দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
জুভেন্টাসে নতুন চুক্তিতে রাজি দিবালা পাওলো দিবালা/ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন উঠতি তারকা পাওলো দিবালাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে মরিয়া জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগে (কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ) বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেন এ উদীয়মান ফরোয়ার্ড। জানা যায়, জুভিদের চুক্তি নবায়নের প্রস্তাবে রাজি দিবালা।

ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’ বলছে, খুব শিগগিরই দিবালা-জুভেন্টাস সম্পন্ন হবে। সব ঠিক থাকলে ২০২১ পর্যন্ত তুরিনে থাকছেন তিনি।

নতুন চুক্তির আর্থিক মূল্য বছরে ৭ মিলিয়ন ইউরো। এখন এক মৌসুমে পাচ্ছেন ৩ মিলিয়ন ইউরো।

সূত্রমতে, কয়েকদিনের মধ্যেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের লোভনীয় নতুন প্রস্তাবে সই করবেন ২৩ বছর বয়সী দিবালা। যা তাকে সিরি আ’তে দ্বির্তীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরণত করবে। ক্লাব সতীর্থ স্বদেশী গঞ্জালো হিগুয়েইনের চেয়ে খানিকটা পিছিয়ে থাকবেন (৭.৫ মিলিয়ন ইউরো)।

দিবালাকে দলে ভেড়াতে ইউরোপিয়ান অন্যান্য শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কারণেই উঠেপড়ে লেগেছে জুভিরা। যার মধ্যে অন্যতম বার্সা ও রিয়াল মাদ্রিদ। তাইতো বার্ষিক পারিশ্রমিকের অঙ্কটা দ্বিগুণের বেশি করতেও কার্পণ্য করছে না ইতালিয়ান জায়ান্টরা।

২০১৫ সালে পাঁচ বছরের চুক্তিতে পালের্মো ছেড়ে জুভেন্টাসে যোগ দেন দিবালা। দ্রুতই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে ওঠেন। প্রথম মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে গোল করেন ২৩টি। এবার ৩৫ ম্যাচ শেষে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৬ বার।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।