ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদো-ফ্যালকাও-আলভেজরাই সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
রোনালদো-ফ্যালকাও-আলভেজরাই সেরা রোনালদো-ফ্যালকাও / ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট কেটেছে অ্যাতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, মোনাকো আর জুভেন্টাস। বাদ পড়েছে বার্সেলোনা, লিচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখদের মতো জায়ান্ট ক্লাবগুলো। কোয়ার্টার ফাইনালের পারফর্ম বিবেচনায় ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘গোলডটকম’ সাজিয়েছে সেরা একাদশ।

সেরা একাদশে নেই বার্সার আক্রমণভাগের তিন সেরা অস্ত্র লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজ। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অন্য কেউ জায়গা না পেলেও শীর্ষ পয়েন্ট নিয়ে এক নম্বরে স্থান দখল করেছেন কোয়ার্টারে হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদো।

সেরা একাদশের আধিপত্য ধরে রেখেছে বার্সাকে বিদায় করে দেওয়া জুভেন্টাসের তারকারা। চার ডিফেন্ডারের চারজনই জুভিদের। আছেন দানি আলভেজ, লিওনার্দো বনুচ্চি, জিরজিয়ো চিয়েলিনি, অ্যালেক্স সান্দ্রো। নেই আর্জেন্টাইন দুই তারকা গঞ্জালো হিগুয়েইন আর পাওলো দিবালা। রোনালদোর সঙ্গে ফরোয়ার্ড পজিশনে মোনাকোর রাদামেল ফ্যালকাও আর কিলিয়ান এমবাপি।

মেসি-নেইমার-সুয়ারেজরা না থাকলেও বার্সা থেকে সুযোগ পেয়েছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। আর মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন মোনাকোর থমাস লেমার, অ্যাতলেতিকো মাদ্রিদের সাউল এবং বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রিউস।

গোলডটকমের সাজানো একাদশের পয়েন্ট তালিকা:
গোলরক্ষক: টার স্টেগেন-বার্সেলোনা-৪টি সেভ, ৯ পয়েন্ট

ডিফেন্ডার: দানি আলভেস-জুভেন্টাস-গোল নেই, ৭ পয়েন্ট
ডিফেন্ডার: বনুচ্চি-জুভেন্টাস-গোল নেই, ৭ পয়েন্ট
ডিফেন্ডার: চিয়েলিনি-জুভেন্টাস-গোল নেই, ৭ পয়েন্ট
ডিফেন্ডার: সান্দ্রো-জুভেন্টাস-গোল নেই, ৭ পয়েন্ট

মিডফিল্ডার: লেমার-মোনাকো, ২ অ্যাসিস্ট, ৮ পয়েন্ট
মিডফিল্ডার: সাউল-অ্যাতলেতিকো-১ গোল, ৮ পয়েন্ট
মিডফিল্ডার: রিউস-বরুশিয়া-১ গোল, ৮ পয়েন্ট

ফরোয়ার্ড: রোনালদো-রিয়াল-৩ গোল, ১৭ পয়েন্ট
ফরোয়ার্ড: এমবাপি-মোনাকো-১ গোল, ৭ পয়েন্ট
ফরোয়ার্ড: ফ্যালকাও-মোনাকো-১ গোল, ৭ পয়েন্ট

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।