ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীনের মাটিতে প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
চীনের মাটিতে প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয় ছবি: সংগৃহীত

চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার সেখানে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশের খুদে টাইগ্রেসরা।

শনিবার (২২ এপ্রিল) চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ১-০ গোলে হেরে গেছে লাল-সবুজরা।

গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা পুরো ম্যাচেই নিজেদের দাপট দেখালেও গোলের দেখা পায়নি। ম্যাচের চতুর্থ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সাফ গেমসে টাইগ্রেসদের হয়ে গোল করা সিরাত জাহান স্বপ্না। ২৪ মিনিটের মাথায় স্বপ্নার আরও একটি সুযোগ হাতছাড়া হয়। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

সাফ গেমসে দুর্দান্ত খেলা মনিকা চাকমা দ্বিতীয়ার্ধে স্কোর করার সুযোগ নষ্ট করেন। শেষ দিকে কোচ গোলাম রব্বানী ছোটন মাঠে থাকা একাদশে অদল-বদল করেন। তাতে কিছুটা ঝিমিয়ে পড়ে টাইগ্রেসরা। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন ডিং লি (১-০)। এরপর আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের।

.২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দল পাঁচটি ম্যাচ খেলবে। এরপর ২৩ এপ্রিল সাংসি এর স্থানীয় একটি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৪ তারিখ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে। ২৫ তারিখ সাংসি এর স্থানীয় দলের বিপক্ষে খেলার পর ২৬ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল।

মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।