ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্টেফানোকে ছাড়িয়ে গেছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
স্টেফানোকে ছাড়িয়ে গেছেন মেসি এল ক্লাসিকোতে লিগ গোলের রেকর্ডে প্রয়াত স্বদেশী কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

নতুন উচ্চতায় রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। প্রয়াত স্বদেশী কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন আইকন। লা লিগায় এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলস্কোরারের আসনে বার্সেলোনার প্রাণভোমরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো আলোটা নিজের করে নেন মেসি। তার অন্তিম মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হারের হতাশায় ডোবে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।

এর আগে প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দারুণ একক নৈপুণ্যে সমতা ফেরানো গোলটিও আসে মেসির পা থেকে। জোড়া গোল করে একাধিক রেকর্ডের জন্ম দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন ২৯ বছর বয়সী মেসি। এল ক্লাসিকোর গোলস্কোরিংয়েও তার এখন একক আধিপত্য।

সব প্রতিযোগিতামূলক ম্যাচের পরিসংখ্যানে আগেই শীর্ষে ছিলেন। লিগ ম্যাচেও সবার উপরে অবস্থান করছেন মেসি। ছাড়িয়ে যান রিয়াল লিজেন্ড স্টেফানোর ১৪ গোলের রেকর্ড। সব মিলিয়ে মেসির এল ক্লাসিকো গোলের সংখ্যা ২৩।  এ তালিকায় ১৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানধারী স্টেফানোকে টপকে যাওয়ার দ্বারপ্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো (১৬)। লিগে ৮টি গোল করেছেন সিআর সেভেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।