ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সমতায় শেষ হলো সিটি-ইউনাইটেডের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
সমতায় শেষ হলো সিটি-ইউনাইটেডের ম্যাচ সমতায় শেষ হলো সিটি-ইউনাইটেডের ম্যাচ

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে স্ব স্ব ম্যাচ সমতা নিয়ে শেষ করেছে দুই ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানেচেস্টার সিটি। সোয়ানসি সিটির সঙ্গে ১-১ গোলে সমতা নিয়ে শেষ হয়েছে ম্যানইউর ম্যাচ। দিনের অন্য ম্যাচে সিটিজেনরা ২-২ গোলে ড্র করেছে মিডলসবার্গের সঙ্গে।

এরআগে রোববার (৩০ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসির বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে ওয়েন রুনির গোলে ১-০ তে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত ব্যবধানটি ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে সিগুরুসন ম্যানইউ জালে বল জড়ালে ১-১ এ সমতা নিয়েই সন্ত‍ুষ্ট থাকতে হয় স্বাগতিক ইউনাইটেডকে।

দিনের অপর ম্যাচে মিডলসবার্গে, প্রথামার্ধের খেলায় নেগরেদোর গোলে ১-০ তে এগিয়ে ছিলো স্বাগতিক মিডলসবার্গ। তবে দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রাখতে পারেনি দলটি।

কেননা ৬৯ মিনিটে আগুয়েরো স্বাগতিক জালে বল ঠেলে ম্যাচে ১-১ এ সমতা আনেন। দৃশ্যপট বদলে ৭৭ মিনিটে কলাম চেম্বারস সিটি জালে বল জড়িয়ে দলকে জয়ের স্বপ্ন দেখালেও ম্যাচ শেষের ৫ মিনিট আগে গ্যাব্রিয়েল জেসাসের গোল ২-২ এ সমতা আনলে সেই স্বপ্ন ভঙ্গ হয় স্বাগতিক মিডলসবার্গের।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মে ০১, ২০১৭
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।